ইচ্ছে হলেই সব কথা বলা যায় না। তবে না বললেও-
কিছু কিছু মনের কথা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে,
না বলা কথাগুলো মাঝে মাঝে ভেসে ওঠে চোখে মুখে।
যার শোনার, সে শুধু শুনেই যায়, মুখে কিছু বলে না।
যার দেখার, সে দেখে শুধু মনে মনে ছবি এঁকে যায়।
এ জীবনে অনেক কথা শুধু কল্পনায় বলা হয়ে থাকে।
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।
কিছু ভাল লাগার কথা নিজের কাছেই রেখে দিতে হয়,
কিছু কিছু ভালবাসাও, কিছু ভালবাসার নিরবয়ব কথাও।
জীবনের রাফ খাতায় অনেক খসড়া খসড়াই রয়ে যায়!
ঢাকা
১৫ ফেব্রুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।