অন্ধ আমি, তবু তুমি এলেই তোমায় দেখতে পাই।
তোমার রঙ কেমন তা বলে দিতে পারি অনায়াসে,
তোমার মন কেমন, তাও সঠিক বলে দিতে পারি।
কারণ তোমার অভ্যন্তরীণ ইনফ্রা রেড আলোকণা
ঘন অন্ধকার ভেদ করে আমার মানসচক্ষে পৌঁছে।
তোমার লেখার সৌরভে ভাবনার অলিরা দল বেঁধে
এসে করোটীতে বসে কখনো হাসিয়ে যায়, কখনো
মনের আকাশটাতে বিজলী রেখা এঁকে দেয় চমকে।
তোমার মনের খবর আমি জানি। উড়ুউড়ু প্রজাপতি
মন তোমার, বর্ণিল পুষ্পের মত বাতাসে দোল খায়।
সে মনে যদি কারো ছায়া পড়ে, তুমি পরম আদরে
তাকে নিয়ে করে যাও কত শত প্রেমের কাব্য রচনা।
তোমার সৃজনী কলমের ছোঁয়ায় শব্দরা কথা বলে,
কত সহজে তুমি ঢুকে যাও মানুষের মনের গভীরে!
একাত্ম হয়ে যাও তাদের একান্ত অনুভূতির সাথে!
ভালবাসার পুষ্প ছড়িয়ে দাও তাদের দাবদগ্ধ মনে।
ভালবাসা ভাষা পায় তোমার লেখায়, কথায়, কাজে।
তোমার রসুই ঘরে যেমন সাজানো থাকে থরে থরে
তেল নুন আর মশলাপাতি, ঠিক সেভাবেই আড়ালে
রেখে দাও তুমি কিছু অদৃশ্য আদর, স্নেহ, ভালবাসা।
তোমার যশস্বী হাতের রান্নায় যাদের ক্ষুন্নিবৃত্তি হয়,
তাদের রসনা তুমি মায়া ভালবাসা মেখে তৃপ্ত করো!
ঢাকা
১৫ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।