তোমার কথায়, তোমার লেখায়-
রোজ কত ফুল, ফোটে বেদনায়!
কখনো নিষ্প্রভ, কখনো মলিন-
কখনো বিনম্র, কোমল রঙিন।
তোমার দুঃখের দীর্ঘশ্বাসে
পাখি এসে বসে তোমার পাশে
বুকভাঙা তোমার বিরহ ব্যথায়
আপন মনে সেও গান গায়।
তোমায় হাসাতে প্রতিটি পলে
দুঃখী ফুলগুলো পাঁপড়ি মেলে
হেলে আর দুলে আপন খেয়ালে
ভালবাসা চায় হাসির ছলে।
তোমার চকিত মলিন হাসি,
উদাসী মনে ছবি আঁকাআঁকি,
মলিন কাননে দীপ্তি ছড়ায়,
সকাল দুপুর সন্ধ্যেবেলায়।
ঢাকা
১৮ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।