ঘর বাড়ী তো সবই আছে,
দারা পরিবার আছে কাছে,
ঘর সংসার চলছে ঠিকই,
হঠাৎ ভাবি, আচ্ছা একি,
আমি তো এক শরণার্থী!
হুট হুট করে চারদিকেতে
নিচ্ছে সবাই হাতটি পেতে
অচিনপুরের টিকেটখানি
যখনি আসে ঠিক তখনি
হুকুমে বরদার আসমানী!
শরণার্থীর তকমা এঁটে
রয়েছে যারা অপেক্ষাতে,
কোন বিবরে যাবে তারা
এই ভয়েতেই দিশেহারা
দুনিয়া ভুলে পাগলপারা।
মুদবো যখন চোখ দু’খানি
শেষ হবে সব পেরেশানি,
ঠিকানা হবে নতুন শিবির,
স্তব্ধ সদা শান্ত নিবিড়,
দূর্বা ঘাসের নীচে স্থবির।
শরণার্থীর সেই ঠিকানা
কোথায় হবে তা জানিনা।
কেমন যে সে আঁধার বাড়ী,
যেথায় রবো সবারে ছাড়ি’
দোয়ার আশায় তোমাদেরই!
ঢাকা
০৫ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।