আমি একটা বিরহী পাখি দেখেছিলাম।
সে আমায় যখন তখন গান শোনাতো,
কখনো কখনো সামনে এসে,
কখনো আড়ালে থেকে।
একদিন সে পাখির বিরহ ঘুচে গেলো।
এক দিগভ্রান্ত সাথীকে সে খুঁজে পেলো।
তারপর একদিন ওরা দু’জনে মিলে
পূবের অনন্ত আকাশে উড়াল দিলো।
ওরা যে গেলো তো গেলোই—
ওদের তো ফেরার কথাও নয়, তবুও-
মাঝে মাঝে চেনা সুর শুনে ভ্রম হয়।
তাকিয়ে দেখি অন্য পাখি, ওরা নয়।
সে পাখির গান এখনো আমার কানে বাজে।
এখনো আমি তাকে দেখার জন্য অস্থির হই।
তার সুরেলা কন্ঠ শোনার জন্য কান পেতে রই।
যদিও জানি, সে আর কোন দিন ফিরবেনা।
ঢাকা
০১ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।