মনে পড়ে শৈশব আর কৈশোরের কথা।
তখনো বল পয়েন্ট কলমের চল আসেনি।
তখন আমরা ঝর্ণা কলম দিয়ে লিখতাম।
কলমের পেটে ড্রপার দিয়ে কালি ভরাতাম।
মাঝে মাঝে লিখতে লিখতে কালি ঝরতো।
হাতের কাছে ব্লটিং পেপার রাখতে হতো।
চোষ কাগজ শুষে নিত লেপ্টে যাওয়া কালি,
কান্নাভেজা খাতাটাও তাতে হেসে উঠতো।
আজ আমারও ব্লটিং পেপার হতে ইচ্ছে হচ্ছে।
বেদনাহত এক অভাগিনীর দু'চোখ থেকে
নিভৃতে ঝরা অশ্রুবিন্দু শুষে নিতে ইচ্ছে হচ্ছে।
মলিন একটি মুখে হাসি ফোটাতে ইচ্ছে হচ্ছে।
ঢাকা
১৮ অগাস্ট ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।