একটি নীরব আলিঙ্গন
হৃদয়ের কঠিন বরফকেও গলিয়ে দিয়ে
একটি উষ্ণ প্রস্রবণ প্রবাহিত করে দিতে পারে।
একটি নিবিড় চুম্বন
একটি একটি করে সহস্র দীপশিখা জ্বেলে
দু’টি হৃদয়ের অব্যক্ত আকুতিকে ভাষা দিতে পারে।
দুটি হাত একত্র হলে
স্পর্শের অলৌকিক শক্তির বলে
স্থবির পদ চতুষ্টয়কেও সম্মুখগামী করে দিতে পারে।
দুটি চোখের তারা যদি খুঁজে পায়
অপর দুটি চোখের স্বাগতিক ইশারা, চার চোখ মিলে
আঁধারকে দুর করে দিতে পারে ঝিকিমিকি আলো জ্বেলে।
ঢাকা
১১ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।