‘সখী ভালবাসা কারে কয়’?
প্রশ্নটা বহু শ্রুত হলেও,
জবাবটা অজানাই রয়।
কখনো শিশুদের হাসি,
কখনো জোটবাঁধা পাখি
ভালবাসি বলে মনে হয়।
অঞ্জলি ভরে তোলা
ঝরা বকুল ফুলের মালা
ভালবাসায় সতেজ হয়।
দুঃখিনী নারীর হাসি
যেন ফুলদানীর পুষ্প বাসি
তবু মনে সৌরভ ছড়ায়।
এ সবেরই কিছু কিছু
যখন নেয় মনের পিছু
তখন তারে ভালবাসা কয়।
রংপুর
৩০ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।