হঠাৎ ঝাপ্টা দেওয়া এক দুর্বিপাকে
তার সুখী মুখের হাসিটুকু গেল ঢেকে
আঁধার কালিমাতে।
তার চোখে একটি মুখই কেবল ভাসে,
দিনে রাতে কাজের মাঝেও আসে,
অশ্রু আর দীর্ঘশ্বাসে লীন হয় অবশেষে।
চোখের জলে ম্লান হওয়া সেই মুখে
সহসা এক হাসির রেখা উঠলো ফুটে
মেঘ ঝরানো অথৈ জলে জলবন্দী হয়ে।
ঢাকা
২৫ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।