কত সুধীজনে সরল মনে
আশা দিয়ে যায়,
“ভোর হয়, তবু ভোর হয়”,
সে আশায় বুক বাঁধতে পারে,
কে বা জানে ক’জনায়?
সবাই জানে, রাত্রি চিরস্থায়ী নয়।
প্রভাত পাখির গানে গানে
ভেসে ওঠা প্রতিদিনের সূর্যোদয়,
কারো কারো কাছে
শুধুই ক্লান্তি বয়ে আনে।
যারা নগ্নপদ গুণটানা মাঝির মত
জীবন তরীকে টেনে নিয়ে যায়,
তাদের কাছে প্রতিটি প্রভাতকে
পাথরের মত ভারী মনে হয়।
ক্লান্তি দিয়েই তাদের দিন শুরু হয়।
ঢাকা
২৩ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।