কোন এক মায়াবতী কবিকে বলেছিলো,
সেও তার সাথে ‘চোর পলান্তি’ খেলার জন্য
সারাটা দিনই উন্মুখ হয়ে থাকে।
আর তাকে নিয়ে কবির যে ব্যাকুলতা,
সে ব্যাকুলতার নাকি কোন নামই নেই।
কবির অনুরোধে মায়াবতী বলেছিলো,
মাঝে মধ্যে হলেও সে কবিকে
তার জীবনের গল্প শোনাবে।
সে বলেছিলো, সব পথের গন্তব্য থাকেনা।
এই গন্তব্যহীন পথেই মায়াবতী চেয়েছিলো,
উভয়ের পথ হাঁটা অব্যাহত থাকুক।
হাঁটতে হাঁটতে না হয় ওরা থামবে পথের ধারে,
এক কাপ চায়ের চুমুকে অপলক মুগ্ধতা থাকুক
কিংবা নাই বা থাকুক, তবুও-সে বলেছিলো,
তাদের জীবনের গল্পটা চলবেই!
ঢাকা
৩১ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।