তোমার চোখে আছে আঁকা, ভালোবাসা।
তোমার নামে আছে মাখা, ভালোবাসা।
তোমার কথায় ছড়িয়ে থাকে, ভালোবাসা,
তোমার কবিতায় লেখা থাকে, ভালোবাসা।
আমি কল্পনায় অনুভব করে যাই
লজ্জাবতী তোমার ছোঁয়ার ভালোবাসা।
আমি গোপনে কান পেতে শুনে যাই
তোমার আঙুলের স্পর্শে পিয়ানোয় বেজে ওঠা
রাগ রাগিণীর সুরে তোমার অশ্রুত যত কথা।
সেসব সুর পৌঁছে আমার মনের অলি গলিতে,
একেকটা বর্ণিল পুষ্পকাননে পরিণত হয়ে যায়।
আমি ফড়িং হয়ে সেসব পুষ্পে পুষ্পে উড়ে বেড়াই।
মাঝে মাঝে তোমার কথার ফুলঝুরিতে
স্বপ্নের আবেশ মেখে আমি হারিয়ে যেতে চাই।
কখনো আবার প্রেমের নৈবেদ্য সাজিয়ে নিয়ে
হাজির হতে চাই তোমার মনের নিভৃত অলিন্দে।
আমি চিরকুট লিখে যাই পাগলের মত,
কখনো খেয়ালী তুমি তার জবাব দাও সশব্দে,
আবার কখনো হিমশীতল, নিঃশ্বাসহীন নীরবতায়।
নৈবেদ্য হাতে তখন আমি ফিরে আসি আপন মনে।
ঢাকা
২৬ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।