সুদূরিয়া,
তুমি কেমন আছো এটা জানতে ইচ্ছে করে।
কিন্তু জিজ্ঞেস করতেও বড় ভয় পাই, পাছে
তোমার ডাগর চোখের ঐ অথৈ সাগর থেকে
দু’ফোঁটা মুক্তোর মতি উথলে উঠে আসে, আর
লেপটে দিয়ে যায় এস্টে লডারের কাজল প্রলেপ।
সুদূরিয়া,
তুমি কি জানো, তোমার হদস্পন্দনের ধ্বনি
ইথারে ভেসে এসে আমায় জানিয়ে দিয়ে যায়,
তুমি ভালো নেই। ভালো থেকেও ভালো নেই।
কারণ তোমার আকাশ থেকে একমাত্র তারাটি
কত দূরে চলে গেলো, তার আপন কক্ষপথে!
সুদূরিয়া,
এবারে তুমি দ্বিতীয়বারের মত একেলা হয়ে গেলে!
তোমার রতনকে হারিয়ে তুমি আঁকড়ে ধরে ছিলে
যে তারাকে, সেও চলে গেলো! আমি শুধু ভাবি,
কোথা থেকে তুমি শক্তি সঞ্চয় করো জীবনটাকে
তবুও ভালোবাসার, মানুষকে এতটা ভালোবাসার!
সুদূরিয়া,
তুমি সুখ খুঁজে নিও, সাথী খুঁজে নিও। পিয়ানোটা
নিয়ে অবসরে আবার তুমি বসো। পিয়ানোর সুর
শুনে যদি তোমার দু'চোখে কান্না উথলে উঠে,
তবে মনে করো, বিশাল পৃথিবীর আনাচে কানাচে
আরো বহু চোখে জল আনে সঙ্গীতের কথা ও সুর।
সুদূরিয়া,
তুমি আবার লিখো। গল্প লিখো, কবিতা লিখো,
ইচ্ছে হলে পত্র লিখো, যাকে ইচ্ছে তাকেই লিখো।
তোমার কথায় এতো মায়া, এতো মাধুরী, এতো
ভক্তি আর প্রেরণা দেখে আমি অভিভূত হয়ে যাই,
তোমাকে শোনার জন্যে আমি দু’কান পেতে রই।
আমি কান পেতে রইঃ https://www.youtube.com/watch?v=0a_VcFmZsts
ঢাকা
২১ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।