আইক্লাউড এর মেল খাতাটা
সদা মেলে রাখি এই আশায়
যে তুমি হয়তো ভেসে আসবে
মেঘে মেঘে, অলক্ষ্যে, নীরবে।
তোমার চিরকুট পাবার আশায়,
বারে বারে এই চোখ পড়ে যায়
মেলের খাতায়। ইতি উতি করে
কত ছল করে ফিরে বারে বারে!
শুন্য পাতা দেখে সদা মনে হয়
কোন এক অচিন মেঘের বলয়
যেন খাতাটাকে গ্রাস করে নিলো,
কোথায় যে কী হলো, কী হলো!
ঢাকা
০৭ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।