ও মোর কোকিলা,
তুমি কই হারায়ে গেলা,
কিসসু না বইলা?
নিশীথ রাতের গানগুলি
আর শুনতাম পারি না,
আমার চোখ যে বোঁজে না!
সকাল বেলার কুহু ডাকে,
আর ঘুম যে ভাঙ্গেনা,
আমি সইতাম পারি না!
তোমার বাড়ী কুটুমবাড়ী
গাইলা তুমি গলা ছাড়ি
আমায় কী শুনাইলা?
ও মোর কোকিলা,
তুমি কই হারায়ে গেলা,
কিসসু না বইলা?
ঢাকা
০৭ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।