গত ০৬ ও ১৪ ফেব্রুয়ারী '১৫ যথাক্রমে হাকিম চত্বরে ও একুশে বই মেলায় এ আসরের কিছু কবির সাথে আমার সাক্ষাৎ পরিচয় ঘটে, যা ছিলো অনেক আনন্দময়। তরুণ প্রবীণ কবিদের এই সমাবেশ ছোট ছোট আলাপচারিতার মাঝেই দ্রুত শেষ হয়ে যায়। তবে এর রেশ রয়ে গেছে।
ভাবছি, রোজার আগেই আরেকটা সমাবেশ হলে কেমন হয়? খুব বড় করে আয়োজনের প্রয়োজন নেই, একটু বৈকালিক চা নাস্তার আয়োজন, হয়তো কিছু স্বরচিত কবিতা আবৃত্তি আর যে যা কিছু বলতে চান, এমন কিছু বক্তব্য। সমাবেশের খরচটা সমভাবে বহন করলে সবাই একটা আত্মতৃপ্তির অংশীদার হতে পারবেন। সমাবেশ স্থলের ব্যাপারে মন্তব্য আহ্বান করা যেতে পারে। তবে সবচেয়ে বড় কথাটা হলো, উদ্যোগটা নেবেন কে? যারা এর আগে এ ধরণের আয়োজন করেছেন, বারবার তো আর তাদেরকে ঝামেলা দেয়া যায় না। তবে কেউ না এগিয়ে এলে প্রত্যাশার হাত দুটো হয়তো তাদের দুয়ারেই বারবার নক করবে।
মতামত দিন প্লীজ।