ইউরেনাসে থাকো তুমি,
দু'শ' কোটি মাইল দূরে,
থাকো, তাতে আমার কী?
বরফ গলা নদী হয়ে,
ছুটে বেড়াও এদিক সেদিক,
ছুটো, তাতে আমার কী?
নীলা রঙের চন্দ্র হয়ে
মহাশূণ্যে ভাসো তুমি,
ভাসো, তাতে আমার কী?
জুপিটারের দাদা তোমায়,
রাখবে ঢেকে আলোছায়ায়,
রাখুক, তাতে আমার কী?
পাদটীকাঃ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে ইউরেনাস সৌরজগতের ৭ম গ্রহ, আকারের দিক দিয়ে ৩য়। গ্রীক উপাখ্যান অনুযায়ী ইউরেনাস ছিল শনির পিতা আর জুপিটারের দাদা। ইউরেনাস সৌরজগতের শীতলতম গ্রহ, পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় দুইশত কোটি মাইলের কাছাকাছি।
ঢাকা
১০ ফেব্রুয়ারী ২০১৫
কপিরাইট সংরক্ষিত।