পড়ন্তবেলার রোদ্দুরের কোন মায়াবোধ আছে নাকি?
কোন দুঃখবোধ?
তাপহীন যে রোদ্দুর শুধু ছায়াকে দীর্ঘায়িত করে যায়,
যে রোদ্দুরে নারী তার ভেজা চুল মেলে দেয় অবেলায়,
সে কি তার নিজ গন্তব্য চেনে?
প্রভাতে যে রোদ্দুর গা ঝাড়া দিয়ে ওঠার ডাক দিয়েছিল,  
পড়ন্তবেলায় সে কি নীড়ে ফেরার আহবান জানিয়ে যায়?
এভাবেই কি সে নিত্যদিন
যৌবনের গান থেকে যবনিকার গান শুনিয়ে যায়?  
বিলীন হবার আগে, শক্তি ও সৌম্যের কথা বলে যায়?


রিজাইনা, সাস্কাচুয়ান, কানাডা
২৩ জুলাই ২০২৪