যে বায়ু বয়ে যায়,
তাকে আর ধরা যায় না।
একবার যে জলস্রোত পা ছুঁয়ে যায়,
তাকে আর কখনো স্পর্শ করা যায় না।
হাওয়ার পিঠে সওয়ার হওয়া যায়, তবে
‘পাস্ট’ হয়ে যাওয়া হাওয়া কে ধরা যায় না।
জলের বুকে সাঁতার কাটা যায়, তবে
জলমগ্ন হয়েও জলস্রোতকে ধরে রাখা যায় না।
তরুণী প্রৌঢ়া হয়ে যায়, প্রৌঢ়া প্রবীণা।
যে তরুণটি ক্রিং ক্রিং করে সাইকেল চেপে যায়,
সেও অচিরেই যষ্টিনির্ভর হয়ে যায়। জলকপাটের মত
সময়ের জোয়ারকে কোন কপাট আটকে রাখতে পারে না।
ঢাকা
২২ অগাস্ট ২০২২