মনীষীরা বলে গেছেন,
কোন কিছু ধরে থেকো না, ‘লেট-গো’!
তবুও নাছোড়বান্দা আমি,
সবকিছুই আঁকড়ে ধরে থাকি।
লেখাজোখা করা প্রতিটি কাগজের টুকরোতেই
আমি যেন কত শত ইতিহাস খুঁজে পাই!
নতুন কেনা চশমা আমার ড্রয়ারে পড়ে থাকে,
পুরনোটা দু’কান জুড়ে বসে হামেশা দিব্বি হাসে!
পুরনো ওয়ালেট, জুতো, পোষাক তো বটেই,
বছরে বছরে বদলে যাওয়া পুরনো সেলফোন,
চলতে চলতে থিতু হয়ে যাওয়া সব হাতঘড়ি,
আধ-পড়া বই, ইত্যাদি কিছুই ছাড়তে চাই না।
তবুও ছেড়ে দিতে হয়, একসময়-
কাগজের টুকরোগুলো বাতাসে ভেসে যায়,
আঙুল ধরে থাকা শিশু আঙুল ছেড়ে চলে যায়,
মুক্ত স্বাধীনভাবে ছুটোছুটির জন্য।
বিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া;
যতই অস্বস্তি হোক, একে থামানোর উপায় নেই।
পরিবর্তন ও চারপাশের বিকাশমান ‘গ্রোথ’ মেনে নিয়ে
নিজেকেও বদলে নেয়ার নামই হয়তো আধুনিকতা!
ঢাকা
২৩ নভেম্বর ২০২২