অকবিদের কবিতা-
হয়তো সবই যাচ্ছে তা,
উর্বর বাংলার জনসংখ্যার মত
অগণিত…
অসহায়…
জন্মায় আগাছার মত।
তবুও আশায় থাকি-
একদিন আগাছার মধ্য থেকেই
সবার অলক্ষ্যেই-
কেউ কেউ উচ্চশির হবে,
মহীরুহ হয়ে দাঁড়িয়ে রবে,
গাছ আগাছার মাঝে, সগৌরবে!!!
ঢাকা
০৭ জানুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
(পাদটীকাঃ একথা অনস্বীকার্য, এ আসরে যারা কবিতা লিখে চলেছেন, তাদের সবার কবিতার মান (আমার নিজেরগুলো সহ) উচ্চ নয়। সেই সাথে এটাও ঠিক, এই আসরেই বাংলার এপার ওপার থেকে অনেক কবিই অত্যন্ত উচ্চমানের কবিতা প্রকাশ করে চলেছেন, যা পড়ে পাঠক হিসেবে আমরা আনন্দিত হই। আবার কোন কোন কবি স্বতঃপ্রণোদিত হয়ে আলোচনার আসরে কিছু ভাল ভাল কবিতা নিয়ে নিয়মিতভাবে আলোচনা করে চলেছেন। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু আমি দুঃখ পাই যখন কোন কবি তার কবিতার মান নিয়ে নির্মম সমালোচনার সম্মুখীন হন। প্রতিটি কবিতা কবি মনের একান্ত ভাবনার নির্যাস। প্রকাশ ক্ষমতার অপারগতা থাকতে পারে, কিন্তু কবিদের ভাবনা সাধারণতঃ মৌলিক হয়ে থাকে। আমার এ কবিতার মাধ্যমে আমি চাই অসফল কবিদের সকল গঞ্জনার অবসান, কারণ কবিতা ভাল মন্দ যেমনই হোক, একটি কোমল মনই কেবল হতে পারে কবিতার সূতিকাগার!)