আমার একটা বাগান আছে, স্নিগ্ধ ফুলের,
নিত্য সেথা ফুল ফুটে যায় হরেক রঙের।    
বুকের ভেতর সাজিয়ে রাখি সে পুষ্পকানন,
তাই যায়না দেখা সে বাগানটাকে যখন তখন।        

এখানে সেখানে যেখানে যখন যে চারা পাই,
সুযোগ পেলেই বাগানটাতে সেসব লাগাই।  
এসব গাছে না লাগে জল, না রৌদ্র বাতাস,
না লাগে কোন মাটি কিংবা গোবর পটাশ।  

এসব ফুলের কুঁড়ি থাকে না, হঠাৎ করেই
ফুল ফুটে যায়, হেসে খেলে সময় হলেই।  
তার নেই কোন দিন, নেই কোন রাত,  
শুভরাত্রি, শুভদিন বা সুপ্রভাত!

যখনই কেউ স্পর্শ করে মনটা আমার
একটি শুধু বাক্য দিয়ে আদর মায়ার,  
একটি করে ফুল ফুটে যায় সাথে সাথে,
চিরতরে তারা রয়ে যায় সে বাগানটাতে।  


ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২০