আমি নির্বোধ, চিন্তা শক্তি বেশি নাই,
আমি শুধু একটা সীমান্তহীন বিশ্ব চাই।
যারা চায় বিভক্ত বিশ্ব আর বাধার প্রাচীর,
আমি মোটেও তাদের দলে নই।
আমি চাই বন্ধনহীন স্বাধীনতা, যেমন আছে
আকাশচারী মুক্ত পাখির।
আমি চাই নদী হয়ে বয়ে যেতে দূরে,
বাধা এলে বাঁক নিয়ে ইচ্ছেমত ঘুরে,
তীব্র স্রোতস্বিনীর ন্যায় দু’কূল ভেঙে
যথেচ্ছা এগিয়ে যাবো তরঙ্গে তরঙ্গে।
সূর্যের আলো যেভাবে করে না বাছবিচার,
আনাচে কানাচে ছড়িয়ে পড়ে হঠায় অন্ধকার,
আমিও চাই তেমনি করে হাওয়ায় ভেসে ভেসে
ছড়িয়ে যাবো দূর নিকটের দেশে দেশে
শুনিয়ে যাবো মেঘ পাখিদের গান,
বিভক্তি আর বৈষম্য থেকে আনবো পরিত্রাণ।
ঢাকা
২০ অগাস্ট ২০২১