পিঞ্জিরায় আটক আছে এক পাখি,
করে শুধু ছটফট।
ভাবি, তার দুয়ার যদি খুলে রাখি,
সে উড়ে যাবে ঝটপট।
একদিন গোপনে দুয়ার খুলে রেখে
তাকিয়ে থাকি তার পানে,
দেখি, সে শুধু দাঁড়িয়ে আকাশ দেখে
মগ্ন হয়না কোন গানে।
ওড়ার কোন ইচ্ছে তার নেই,
বদ্ধ কপাট ভেঙে দিয়েছে তার ডানা।
আমাদের যত অভিলাষ এমনি করেই
মেরে ফেলে সব নিষেধের নিয়ম মানা।
ঢাকা
১৫ এপ্রিল ২০২১