জীবন রে, ও জীবন!
তোকে বড্ডো ভালবাসি!
যতই যাতনা ও ক্লেশ তুই দিস না কেন,
দিনশেষে শুধু তোর অনুপম সৌন্দর্যটাই
মনোসরোবরে লাল পদ্ম হয়ে ফুটে থাকে।
জীবিকার তাগিদে বহু পথ হেঁটেছি নিরন্তর,
আমার পদস্পর্শ করা সেসব পথের
প্রতিটি ধূলিকণার কাছে, তৃণের কাছে
পথ আটকে দেয়া প্রতিটি স্রোতস্বিনীর
জলের কাছে আমার ঋণ অপরিশোধ্য।
কোকিলের কুহুতান, পক্ষীকূলের কূজন,
মাঝি-মৈষালের ভাটিয়ালী-ভাওয়াইয়ার সুরে
কতই না পুলকিত হয়েছে আমার হৃদয়!
পল্লীবালার অনুচ্চ কণ্ঠে উচ্চারিত কত গান
আমি মরমে উপলব্ধি করে আবিষ্ট হয়েছি!
জীবন রে, ও জীবন! তোর বড় শিক্ষা,
অকাতরে ভালবেসে যেতে হয় আপন মনে,
মনোরম পুষ্পকে, পুষ্পসম হৃদয়কে, নিষ্পাপ
পাখিকে, নীরব প্রকৃতিকে আর কাতর মানবকে।
যতই এ শিক্ষাব্রতী হই, ততই শান্তিপ্রাপ্ত হই!
ঢাকা
১১ জানুয়ারী ২০২৩