এ পৃথিবীটা বড় মায়াময়!
উদাসী মায়ায় বাঁধা মানুষ তন্ময়,
অভিনিবিষ্ট হয়ে তাকায় প্রকৃতির পানে,
মায়ার ইন্দ্রজাল দেখে ছড়ানো সবখানে।
বটবৃক্ষের ছায়ায়, প্রজাপতির ডানায়,
পাখির কাকলিতে, মেঘের আনাগোনায়,
সবখানে মায়া ছড়িয়ে আছে, সবখানে
হিংসা বিদ্বেষ আছে শুধু মানুষের মনে।
ভালবাসা থেকেই কি হয় মায়ার সৃষ্টি,
নাকি মায়া থেকেই ঝরে ভালবাসার বৃষ্টি?
এই প্রশ্নে কেহ কেহ দ্বিধাহীন মনে
মায়াকেই স্থান দেন ঊর্ধ্ব আসনে।
সংসারে, পরিবারে, চতুর্দিকে মায়া
তবুও যায়না বাঁধা মানুষের কায়া।
একে একে সবাই কোথা চলে যায়,
স্মৃতি শুধু রয়ে যায় হেথায় হোথায়!
(মাত্র কয়েকমাস আগে বিপত্নীক হওয়া আমার এক বন্ধুর বাসা থেকে ফিরে এসে ......)
ঢাকা
২৮ নভেম্বর ২০২০