আবেগের ঘোড়াটা যখন ছুটছে তো ছুটছেই,
এদিক সেদিক, দিগ্বিদিক, বল্গাহীন,
মুখে যখন কথার তুবড়ি ফুটছে তো ফুটছেই,
ইচ্ছেমত শিশুর বোলে ভালো লাগার কৌতুহলে,
কোন নিষ্ঠুরতার অবতার তখন যদি একটু হেসে
হঠাৎ করে লাগামখানি টানেন কষে,  
তবে ভালোই হবে অবশ্যই, ভালোই হবে। তবে-
যখন জানবো আমি তুমিই সেই নীরব অবতার,  
তখন হঠাৎ করেই ভালোবাসার ঐ আকাশটা যে,
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সব কথাকেই কবর দেবে।


ঢাকা
২৩ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।