আমার কানে কানে ক্ষণে ক্ষণে আজকাল
কিছু কিছু শব্দেরা কথা বলে যায়।
জানা অজানা, পড়া না পড়া শব্দেরা
কবিতার ছন্দে ছন্দে কথা বলে যায়।
ভুলে যাওয়া কিছু গানের কথা,
পরিচিত, বিস্মৃত কিছু কন্ঠের কথা,
ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হয়ে
একত্রে সম্মিলিত সুরে কথা বলে যায়।
দেখা অদেখা কিছু ফুল কথা বলে যায়,
নিশ্চল কিছু ছবি পদ্যের মত কথা বলে,
কিছু চেনা অচেনা মুখ
যেন শ্বেতপদ্ম হয়ে ভাসে টলটলে জলে।
পছন্দের কোন গদ্য-পদ্য পড়তে গেলেই,
যখন চোখ দুটো ভারী হয়ে বুঁজে আসে,
তখন কালো হরফের শব্দগুলো ফুল হয়ে
হেলে দুলে ঢুলে ঢুলে নিরন্তর কথা বলে!
ঢাকা
১৬ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।