মনের আকাশ থেকে আলগোছে
প্রতিদিন কিছু শব্দ কুড়িয়ে আনি।
যেভাবে কিশোরী বালিকা প্রত্যুষে
কুড়িয়ে আনে রাতের শেফালিকা,
মনের সুখে মালা গাঁথে অনিমেষ,
আমিও সেভাবে শব্দ-মালা গাঁথি!
একজন দক্ষ রাজমিস্ত্রীর নিপুণতায়,
শব্দের পর শব্দ বসিয়ে আমি গড়ি
এক শব্দ-প্রাসাদ, যার নাম কবিতা।
কবিতার ফেরিওয়ালা আমি, আমার
সে শব্দ-মালার কোন ক্রেতা নেই,
সে শব্দ-প্রাসাদের কোন দর্শক নেই।
অনুরাগে তবু আমি মালা গেঁথে চলি,
মালীর আদরে দেখি সে মালার শোভা,
তবুও নীরবে গড়ে যাই শব্দ-প্রাসাদ,
বিহ্বল দাঁড়িয়ে থাকি সে প্রাসাদ দ্বারে!
নাম-যশহীন কবিতার এ ফেরিওয়ালার
কোন ক্রেতা নেই, কোন ক্রেতা নেই!
ঢাকা
২৫ ফাল্গুন ১৪২৭
১০ মার্চ ২০২১