পৃথিবীটা কত সুন্দর!
তাই বলে সবটাই তো আর কুসুম কানন নয়,
সেটা হতেও পারেনা! কোথাও ধূ ধূ মরুপ্রান্তর,
কোথাও বা শুধুই রুক্ষ পাহাড়, শক্ত পাথর।
কোথাও মুখ ঝলসানো প্রখর সূর্য দাহ,
আবার কোথাও হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ।
এই সুন্দর পৃথিবীতে আমি এক নগণ্য মুসাফির
আমার কথায় কিছুই যায় আসেনা এ পৃথিবীর।
তবু বলে যাই, আমার একান্ত কিছু চাওয়ার কথা-
পৃথিবীর কোন শ্যামল প্রান্তরে যেন থাকে বসতি
পুষ্প কাননে যেথা প্রজাপতি করবে মাতামাতি।
তারাদের ঝিকিমিকি আলো ভাসবে নিত্য নয়নে
চাঁদের স্নিগ্ধ আলো আমায় চুম দিয়ে যাবে শয়নে!
ঢাকা
০১ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।