ঝড়ের পাখি, ঝড়ের পাখি
একটুখানি শোন দেখি,
পাখার ভেতর মাথা গুঁজে
ভাবছো কি তা বলো দেখি!

গা ভিজেছে? ডানা ভেঙেছে?
মাথাটা এবার তোলো দেখি!
একটুখানি ঝাড়া দিয়ে
আবার পাখনা মেলো দেখি!

শাবক তোমার ভিজে গেছে?
দেখছি সে তো ভালোই আছে।
আর কিছুকাল পরেই তো সে
উড়াল দেবে নীল আকাশে!

এতই তবে ভাবছো কেন?
সামনে তোমার আসছে জেনো,
সোনালী দিন, ঊর্ধ্বে ওড়ার,
ঝাপটা দিয়ে ডানা মেলার।

ঢাকা
২৪ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।