জলরাশি দ্রুতবেগে ধায়, কে জানে কোথায়!
ছন্দে ছন্দে যাবার বেলায়
উচ্ছ্বল তরল জলধারা ঘন ঘন বাধা পায়,
কঠিন শিলায়; তবু সে ছুটে যায়, অবলীলায়!

চলার নাম জীবন, থামার নাম যতি।
জন্ম থেকে জীবন শুরু, জীবন ক্ষুদ্র অতি।
যত বড়ই হোক ক্ষুদ্র এ জীবনের ক্যানভাস,
পার হয়ে যায় দ্রুত, আমাদের এ জীবন বিন্দাস।

ঢাকা
১৬ অক্টোবর ২০২২

(মেলবোর্নের ‘ম্যারিয়ট ওয়াটার্স’ এলাকায় একটি দ্রুত ধাবমান জলধারার পাশে কিছুক্ষণ বসে ছিলাম দুপুর ১২টা ১৫ মিনিট, ১২ মে ২০২২ তারিখে। তখনকার কিছু ভাবনা কবিতায় রূপ পেয়েছে। চেষ্টা করছি, আট সেকেন্ডের সেই জলধারাটির একটি ভিডিও চিত্র বা অন্ততঃ একটি লিঙ্ক এখানে সংযোজন করতে, কিন্তু আমার কারিগরি জ্ঞান বড্ডো সীমিত!)