জীবন নিরন্তর বয়ে চলে....
এ বয়ে চলার মাঝেই মানুষকে
অন্ন সংস্থানের রকমারি পথ খুঁজতে হয়।
দৈনন্দিন ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করেই
দরিদ্র মানুষকে ঘর হতে বের হতে হয়।
আকাশে কালো মেঘের ঘনঘটায় ভয় নেই,
খরস্রোতা খালের উঁচু পিচ্ছিল কর্দমাক্ত পাড়,
তাতেও কোন ভয় নেই;
জীবন সংগ্রামী এক অকুতোভয় বীর সেনানী
ধীর পায়ে এগিয়ে চলেছে আনমনে,
সেদিনের রুজির সন্ধানে।
ওরা প্রকৃতির সন্তান। প্রকৃতির আলো বাতাসে
ওরা হেসে খেলে বড় হয়, গভীর সখ্যে।
যাপিত জীবনের অবসানে একদিন ওরা
আবার প্রকৃতি মায়ের কোলে ঢলে পড়ে অলখে।
হে জীবন সংগ্রামী বীর, তোমায় লাল সালাম!
ঢাকা
১০ অক্টোবর ২০২১
ছবিটির সত্ত্বাধিকারী জনাব তোফায়েল আহমেদ। ফেসবুকের “পেন্সিল” গ্রুপ পেইজে তিনি গত ০৩ অক্টোবর ২০২১ তারিখে এ ছবিটি পোস্ট করেন। তিনি সম্ভবতঃ শিক্ষকতা পেশায় জড়িত আছেন। সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকায় ভ্রমণকালে একটি সরু খালের পাড়ে জীবিকার অন্বেষণে হেঁটে যাওয়া এ মানুষটিকে দেখে তিনি এ ছবিটি তুলেছিলেন। তার অনুমতিক্রমে আমি ছবিটি কবিতায় ব্যবহার করেছি।
https://ibb.co/6mVw09h