মহাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে
একটি নাম, বিশ্বব্যাপী উচ্চারিত,
আকাশ বাতাস সে নামে মুখরিত।
শুরুতে সে নাম, শেষে সে নাম,
প্রকাশ্যে সে নাম, গোপনে সে নাম,
কর্ণকুহরে সে নাম, ক্বলব-গভীরে সে নাম,
সে নামটি দিয়ে হৃদস্পন্দন শুরু,
সে নামটি দিয়েই হৃদস্পন্দন শেষ!
সে নামটি স্মরণ করি প্রত্যুষে দিনান্তে।
নিশীথে ডাক দিয়ে যায় সে নাম একান্তে।
ঠোঁটের সে নাম যদি মন থেকে পিছলে যায়,
পাপী মন কেঁদে ওঠে কি গভীর শোচনায়!
ঢাকা
৩০ মার্চ ২০২১