একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে,
বনের মাঝে ঠায়,
কোকিল একটা বসে আছে
বৃক্ষটির শাখায়।
কোকিল যখন কুহু ডাকে
আপন মনে বসে,
বৃক্ষ তখন ভাবতে থাকে
ফাগুন বুঝি আসে!
ফলবতী সে বৃক্ষের ফল
ফাগুন মাসে পাকে।
এই ফাগুনেও ফল নিয়ে
সে অপেক্ষাতে থাকে।
আচমকা এক দুর্বিপাকে
হলো ফলের ক্ষতি,
ঝুলেই ওরা র’লো শাখে
হলোনা কোন গতি।
পাইকারেরা এলো সবাই,
পাড়লো পাকা ফল,
তারটা ছাড়া বাকি গাছের
ফল নিল সেই দল।
হাটে গিয়ে পসরা সাজায়
পাইকারেরা বসে,
বিকিকিনির ভিড়ভাট্টায়
চলে হিসেব কষে।
আপন শাখে ফলের ভারে
বৃক্ষ দাঁড়িয়ে ভাবে
কার শাপে তার হলো ক্ষতি
কার কাছে সে যাবে!
ফলের হাটে বিকিকিনির
শোরগোলের মাঝে
কান্নাটা তার অশ্রুত রয়
সকাল, সন্ধ্যা সাঁঝে।
ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।