প্রতিটি প্রশ্বাসে আয়ু কমে যায়,
প্রতিটি নিঃশ্বাসেও;
প্রতিটি সেকেন্ডে টিক টিক করে
ঘড়ির কাঁটাটা আমাদের অগোচরে
এগিয়ে নিচ্ছে নিশ্চিত গন্তব্যপানে।
অন্ততঃ একটি ভালো কাজ করার
এখনই সময়;
যা কিছু মন্দ, সব পরিহার করার
এখনই সময়!
এভাবেই থাকা যাবে সকলের স্মরণে।
ঢাকা
১৫ নভেম্বর ২০২১