আজকে আমার মনটা খারাপ,  
মনটা খারাপ, মনটা খারাপ;
অকারণেই মনটা খারাপ!
কেন খারাপ, কেন খারাপ?  
বলেছি তো, কারণ ছাড়া
অকারণেই মনটা খারাপ,  
খারাপ গেল দিনটা আমার অদ্য!

তবু, মন খারাপে চিন্তা নেই,  
নিদ্রা যাবো ভারী বুকেই,
পাহাড় এসে দাঁড়াবে পাশে,
ভোরের পাখি ডাকবে শাখে,
স্বপন এসে চুমিয়ে যাবে,
এক নিশীথেই বদলে যাবে
মন খারাপের পদ্য!  

এভাবেই আমার শেষ হয়ে যায়
বিষণ্ণতার সকল পদ্য, সকল গদ্য।  
ভোরের আযান, ভোরের আলো,
ঘুচিয়ে দেয় সকল কালো,    
নতুন প্রভাত, নতুন শক্তি,
নিরাময় করে মনের আর্তি,
প্রভাতকালীন সূর্যোদয়ে সুখ ফিরে পাই, সদ্য।  
  

ঢাকা
৩১ অগাস্ট ২০২৩