প্রতিদিন আমরা দুটো পথ হাঁটি।
প্রথম পথটি হেঁটেও হাঁটা যায়,
আবার না হেঁটেও,
এর নাম ‘পৃথিবীর পথ হাঁটা’।
এ পথে কখনও সোজা পথে হাঁটি,
আবার কখনও আঁকাবাঁকা পথে।
কখনও চড়াই উৎরাই পেরিয়ে
পদব্রজে, আবার কখনও বাহনে,
উড্ডয়নে অথবা ভাসমান, চলমান,
দোদুল্যমান জলযানে, সন্তরণে।
ঘর থেকে এ পথের শুরু হয়,
জলে স্থলে অথবা অন্তরীক্ষে হেঁটে
আবার দিনশেষে ঘরেই ফেরা হয়।
আমাদের অপর হাঁটা পথটি
এ পথের মত নয়।
এটি একটি একমুখি, সরলরৈখিক পথ।
এ পথে কোন বাঁক নেই, বিরাম নেই।
নিদ্রায়, জাগরণে, কর্মে ও বিশ্রামে,
এ পথ বেয়ে নিরন্তর আমরা হেঁটে চলি,
চলতেই থাকি....
ইচ্ছে হলেও, না হলেও।
এ পথে পিছু ফিরে তাকানো যায়,
তবে পিছু ফিরে আসা যায় না।
এ পথের শুরু এক অন্ধকার জঠর থেকে,
শেষ হয় আরেক অন্ধকার বিবরে।
শুরুটা হয় সরবে, শেষটা নীরবে!
ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২১