রুটিন বাঁধা জীবন আমার
যেন বন্দীত্বেরই নামান্তর!
তৃষ্ণা যখন মনের ভেতর,
দৃষ্টি তখন তেপান্তর।
এপার ওপার ভাবতে গিয়ে
ঘটছে কত ভাবান্তর!
এপারেতে দৃষ্টি উদাস,
ওপারেতে মুক্ত আকাশ,
বাহির পানে দৃষ্টি রাখি,
ভেজা পাখির চক্ষু দেখি।
দেখছি বসে শুকনো চোখে
পক্ষী ভিজে বৃক্ষ শাখে,
ঝুল বারান্দায় ভিজে পাতা
পথিক দলের মাথায় ছাতা।
রেলিং ধরে ঝুলতে থাকা
এক সারিতে বৃষ্টি ফোঁটা
ঝুলতে ঝুলতে পড়ে যায়
হঠাৎ হাওয়ার ঝাপটায়।
ঢাকা
২৭ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।