তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে।
আমি বলেছিলাম, সে তো আমার চোখেই আছে।
তুমি বলেছিলে....
তোমার চোখ তো শুকনো, জল কই?
আমি তখন কিছুই বলিনি, কোনদিন বলবোও না।
আমার চোখে যখন জলের প্লাবন নামে...
তুমি তা কখনো দেখতে পাওনা।
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!
ঢাকা
১৩ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।