ছোট ছিলাম, এখনও ‘ছোট’ই আছি।
বয়স যদিও অনেক হলো-
তবুও ভাবি,
বুড়ো হতে এখনো তো কিছুটা বাকি।

ছোট থেকেই শেখানো হয়েছে, কিংবা-
নিজেই শিখেছি, অনুভব করেছি,
বড় হওয়ার ব্যাপারটা ললাট লিখন।
সবাই বড় হতে পারে না।

সেই থেকে ছোট হয়েই আছি, থাকি।  
কিন্তু হতচ্ছাড়া স্বপ্নগুলো
আমাকে নিত্যনতুন আহ্বান জানিয়ে যায়,
বড় হবার মত একটা কিছু করে ফেলার!  


ঢাকা
২৫ মার্চ ২০২৩