করোটির ভেতরে রয়েছে এক বিষাদাশ্রম,
সেখানে গুমরে কাঁদে কত সব বিষাদের ছায়া।
অথচ মুখে আঁকা থাকে প্রসন্নতার সৌম্য ছবি
নিরন্তর বেদনার মাঝেও হেসে যায় রক্তকরবী।
এ কেমন বৈপরীত্য, হায়!
হৃদয়-করোটি জুড়ে থাকা এসব মৌন বিষন্নতা
বাহ্যিক হাসির আড়ালে কেন ঢাকা পড়ে রয়!
বিষাদ বিভ্রমগুলো ক’জনাই বা দেখতে পায়?
কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
হাসির অন্তরালে বয়ে যেতে পারে অনন্ত প্রলয়।
একটু মমতা, আর ভালবাসা মথিত মায়াবী দৃষ্টি
নেভাতে পারে অগ্ন্যুৎপাতের উদগীরিত ছাইবৃষ্টি।
ঢাকা
২৫ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।