চাওয়া ও পাওয়া
দয়াল প্রভু, বিধাতা আমার,
নাচার অতি বান্দা তোমার,
তারে তুমি ক্ষমা করো।
স্খলন থেকে রক্ষা করে,
সকল অভাব পূর্ণ করে,
তোমার ক্ষমার যোগ্য করো।
সারা বিশ্বের মালিক তুমি
তোমার অধীন আকাশ ভূমি
অতল সাগর, উচ্চ পাহাড়
সকল প্রাণের সব সমাহার
এক তোমার আদেশে সৃষ্ট।
সেই সৃষ্টির অণুকণা হয়ে
বিফল হইনি কখনো চেয়ে
করুণা তোমার করেছে সিক্ত
তাপিত হৃদয় যখনি হয়েছে
পরম বেদনাক্লিষ্ট।
ঢাকা
২৪ ফেব্রুয়ারী ২০২১