বয়ে যায়, বয়ে যায়, অলক্ষ্যে বয়ে যায়।  
নিরবধি বয়ে যায়, বেলা অবেলায়!  
কে যায়, কে যায় বলো কার ইশারায়,
শৈশব, যৌবন-জীবন সব নিয়ে যায়!  

সময় বড় নিষ্ঠুর, নীরবে বয়ে যায়।  
পদযাত্রা শ্লথ করে দেয়, শ্রী চলে যায়,
শুধু ছায়া রেখে দিয়ে সে কায়া নিয়ে যায়।
দণ্ডায়মান শায়িত হয় নিভৃত ঘরের ঘেরায়।  

সময় নিশ্চুপে জীবনের পথচলা থামিয়ে দেয়।
একে একে সবাইকে স্তব্ধ করে দেয়।      
সব গান, সব কলতান নিমেষে শেষ হয়ে যায়!  
অদৃশ্য রেফারির ইশারায় জীবনের খেলা থেমে যায়!  


ঢাকা
২৬ ডিসেম্বর ২০২২
  


ঢাকা
২৬ ডিসেম্বর ২০২২