শয়নে তুমি, জাগরণে তুমি।
স্বপনে তুমি, বিভ্রমে তুমি!
অনেকের মাঝে অনন্যা তুমি,
দেখা হলে চঞ্চল হয় চিত্ত।
কাছে এলে হয় হারাবার ভয়
মন দোলে সংশয়ে নিত্য!
ভালো লাগে প্রেমের আবেশ,
ভালো লাগে উষ্ণতাও।
করি সদা মনোনিবেশ,
যেন উধাও না হয়ে যাও!
ঢাকা
১১ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।