মাঝরাতের আঁধারে কেউ সমুদ্রে ঢেউ দেখতে যায় না,
তবুও প্রতিটি ঢেউ নিঃশব্দে এগিয়ে চলে তীর পানে,
কারও পদতল, কারও আঁখিকোণ, কারও দগ্ধ মন
শীতল করবে বলে।
তারারা সাক্ষী থাকে, তাদের সে আশা নিষ্ফল হয়!
তবে রাতজাগা কবিদের কেউ কেউ হয়তো
কল্পনায় তাদের দেখে বিমোহিত হয়।
নিকষ কালো আঁধারেও
তাদের সফেন, নিঃশব্দ অগ্রযাত্রা দেখতে দেখতে
স্বপ্নেই রচনা করে ফেলে একটি নিটোল কবিতা।
রিজাইনা, কানাডা
১৯ জুলাই ২০২৩