আকাশ আমায় হাতছানি দেয় যখন তখন
সকাল দুপুর বিকেল রাতে খেয়াল মতন।
আষাঢ় শ্রাবণ বোশেখ আঘন পৌষ ভাদরে
সব মাসেতেই ডাক দিয়ে যায় কত আদরে!
ঘরে বাইরে সব ঋতুতেই আকাশ দেখি,
একেক সময় একেক সাজে থাকে মাতি।
তার বহুরূপী সাজ-পোষাকের নানান বাহার
নীল সাদা আর হলদে কালোর কি সমাহার!
হাসিখুশী আকাশটাকেই দেখায় ভালো
দলছুট সব মেঘের পেঁজা ছড়ায় আলো।
তবে কালো মেঘের ভারে সে হয় গোমরামুখী,
আর সুযোগ পেলেই কান্না ঝরায় জনমদুঃখী।
ঢাকা
৩১ জুলাই ২০১৯