তোমার নিঃশ্বাসে জেগে আছে রাত, চোখ নামে ভাতঘুমে
বিকেলবেলা রোদের আদর, একলা ক্লাসরুমে.....
জল টুপ-টুপ পায়ে ছন্দ, গন্ধ মাখল আলসে
আজও আসবে জানি আবার, বলেছিল কাল সে.....
তোমার বিশ্বাসে আজও জাগে তারা, নিঝুম আঁধার পাড়ে
রাতজাগা স্বপ্নেরা ভিড় করে, বকুললতার ধারে.....
নীলমোহনার চর ঘেঁষে ওই, আলুক-শালুক বেশে
বাসব ভালো বলবে আবার, আমার কাছে এসে.....
জানলায় মাখা রোদ, আর রোদ মাখে হাত,
তোমার কাছেই পাব জানি, প্রেমের প্রত্যাঘাত।।
নাম না জানা দাগগুলো আজ, তোমার দেহে আঁকে,
দিনগুলো সব চলছে চলুক, নিত্যনতুন বাঁকে।।