রাত্রি বাকি আমার হাতে, আর একমুঠো,
যদি পাওয়া যায়, তোর স্বপ্ন, আর দুটো!
স্বপ্নগুলো আল-টুপ-টাপ, ঘুমের ভাঁজে মেশে,
যাচ্ছি আমি, আসবি নাকি? স্বপ্ন দেখার দেশে...
রাত্রি.. তোর তো দেখি রূপের কদর, অহং ভারী!
আসবি না আজ? বলবি না কথা? যা, আড়ি।
চোখের পাতায়, আবার নামছে ঘুম, হুড়মুড়িয়ে
স্বপ্ন এল। রাত্রি তোর, জলে ধোওয়া গা জুড়িয়ে।
তোর প্রেমেতেই রাতের আঁধার, দিনের আলো।
যে যাই বলুক, পাড়া-প্রতিবেশীরা, মন্দ-ভাল!
ঘুম নেমেছে। তোর চোখেতে, আজ রাতে নিশ্চুপে।
স্বপ্ন মায়ায়, আবছায়ায়। শরীর জোড়া বিষ কূপে।