তোর দু'হাত নেমেছিল চোখে, তবু জল মানছিল না বাঁধ।
নিষ্পাপ কিছু মরিচিকার ঝোঁকে, দায়িত্ব নিয়েছিল আমার কাঁধ।।
মাথার ভেতর গলিঘুঁচি যত আজ, নিকোটিনের নেশায় মাতাল।
অনুভুতি ছোটে রোজ আদুল গায়ে, সোনাগাছি থেকে পাতাল।।
চোখে লেগেছে যত সুরমার নেশা, তোর ঠোঁট লাল হল রঙে।
বিশ্বাসঘাতকতা আমার পেশা, বিশ্বাস ভেঙেছে মরচে-জঙে।।
তোর দু'হাত নেমেছিল চোখে, তবু জল মানছিল না বাঁধ।
আমি আজ ছুটছি একরোখে, চাঁদের গায়ে লেগেছে চাঁদ।।